Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সংবাদ সম্মেলন করে গোপালগঞ্জে আ.লীগ নেতার দল থেকে পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দল থেকে পদত্যাগ করেছেন আব্দুর রহমান শিকদার। তিনি টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

আব্দুর রহমান শিকদার বলেন, ‘গত ৫ বছর ধরে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছি এবং এ সময়ে ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। তবে বর্তমানে শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত সমস্যার কারণে আমার পক্ষে সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই আজ থেকে স্বেচ্ছায় পদ থেকে পদত্যাগ করছি এবং আওয়ামী লীগের সব কার্যক্রম থেকে সরে দাঁড়ালাম।’

তিনি আরও জানান, খুব শিগগিরই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেবেন।

এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন