রাজধানীর সায়েন্স ল্যাবরেটরী এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা আবারো সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষের কারণ এখনো জানা না গেলেও সাধারণত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ অনেকটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সংঘর্ষে প্রায় ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিডিয়া বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১২ টার দিকে নিউমার্কেট থানা পুলিশ এই সংঘর্ষের খবর জানতে পারে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন। সায়েন্সল্যাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এর আগে, চলতি বছরের ১৯ জানুয়ারি ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে এক শিক্ষার্থী আহত হন। এরপর ৯ ফেব্রুয়ারি সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন অন্তত ১৮ জন। এরপর ২০ ফেব্রুয়ারি ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার জেরে ফের সংঘর্ষ হয়। আর ১৮ মার্চের সংঘর্ষে আহত হন কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী ও পথচারী।
খুলনা গেজেট/এএজে