খুলনা-সাতক্ষীরা যোগাযোগের একমাত্র সড়কটির বেহাল দশা জনগণের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে। সংস্কারের মাত্র তিন বছরের মাথায় সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ইদানিং দুর্ঘটনার মাত্রা ব্যাপকহারে বেড়েছে। পাশাপাশি যানজট মারাত্মক আকার ধারণ করেছে এই সড়কে। এ অবস্থায় সড়কটির সংস্কার কাজ দ্রুত সস্পন্ন করে জনগণের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি … মো: আরাফাত হোসেন (শিক্ষার্থী, বাংলা বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়)।
