Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

এশিয়া কাপ হকির জন্য বাংলাদেশের দল ঘোষণা

ক্রীড়া প্রতি‌বেদক

এশিয়া কাপের চূড়ান্ত দলে জায়গা না পাওয়ায় প্রতিবাদ জানিয়েছেন মিমো ও কৌশিকদের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। তবে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানিয়েছেন, ফিটনেস ও পারফরম্যান্সের ভিত্তিতেই দল গড়া হয়েছে। এদিকে নতুন কোচ ও অধিনায়ক আসন্ন টুর্নামেন্টের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

পাকিস্তান নাম প্রত্যাহার করায় এবারের এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ভারত আসরের জন্য ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে হকি ফেডারেশন। দলে জায়গা হয়নি সিনিয়র খেলোয়াড় পুষ্কর খিসা মিমো, নাঈম উদ্দিন, মাহবুবুর রহমান ও মইনুল ইসলাম কৌশিকের। এ নিয়ে ফেডারেশন কর্তাদের সঙ্গে বাদানুবাদের ঘটনাও ঘটেছে। বিষয়টি স্বীকার করলেও সাধারণ সম্পাদক রিয়াজুল হাসানের দাবি, কোনো পক্ষপাত হয়নি, কোচের সঙ্গে আলোচনা করেই বর্তমান সময়ে সেরা দল নির্বাচন করা হয়েছে।

বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হবে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও চাইনিজ তাইপে। ৮ দলের আসরে সেরা পাঁচে থাকতে পারলে সরাসরি বিশ্বকাপ বাছাই খেলার সুযোগ মিলবে। আর ষষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করলে পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে ‘বেস্ট অব থ্রি’।

প্রথমবার জাতীয় দলের দায়িত্ব পাওয়া হেড কোচ মশিউর রহমান বিপ্লব চ্যালেঞ্জে উতরে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। বয়সভিত্তিক দলে অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকা রেজাউল করিম বাবু এবার জাতীয় দলের নেতৃত্বে অভিষেক ঘটাবেন।

হেড কোচ মশিউর রহমান বিপ্লব বলেন, আমি আমার সর্বোচ্চ দেয়ার চেষ্টা করব। খেলোয়াড়রাও অবশ্যই তাদের সর্বোচ্চটা দিতে চাইবে। কারণ মাঠে নামলে কেউ হারতে চায় না।

অধিনায়ক রেজাউল করিম বাবু বলেন, অধিনায়কত্ব কিংবা অভিজ্ঞতার মাধ্যমে আমি আমার প্রতি আস্থার প্রতিদান দেয়ার চেষ্টা করব।

নতুন কোচ ও অধিনায়ক যেখানে আশার আলো দেখাচ্ছেন, সেখানে বাস্তবতার কঠিন চিত্র মনে করিয়ে দিয়েছেন দলের ম্যানেজার কাওছার আলী। তার ভাষায়, আমরা যুদ্ধে যাচ্ছি, এটা অস্তিত্ব রক্ষার যুদ্ধ। সে যুদ্ধে যেন আমরা পিছিয়ে না আসি।

আগামী ২৯ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ হকি। তিন দিন আগে ঢাকায় টিম বাংলাদেশ সমবেত হবে এবং কলকাতা হয়ে সড়ক পথে যাবে বিহারে।

এশিয়া কাপ হকির বাংলাদেশ স্কোয়াড
হুজাইফা হোসেন, রেজাউল করিম (অধিনায়ক), সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, আল নাহিয়ান, রোমান সরকার, ফজলে হোসেন, তৈয়ব আলী, তানভির রহমান, রাকিবুল হাসান, মো. আব্দুল্লাহ, আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন, বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন।

খুলনা গেজেট/এএজে

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন