ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় বন্ধের আহ্বান জানিয়ে ভারত সরকারের উদ্দেশে বাংলাদেশ যে বিবৃতি দিয়েছে তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। সামাজিক মাধ্যম এক্সে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের প্রতিক্রিয়া পোস্ট করে জানিয়েছেন, ভারতে বাংলাদেশবিরোধী কোনো কার্যক্রম সম্পর্কে ভারত সরকার অবহিত নয়।
বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রকের প্রেস বিবৃতিটি ভুলভাবে তুলে ধরা হয়েছে।
জয়সওয়াল তার বিবৃতিতে বলেছেন, ভারতের আইনের পরিপন্থী কথিত আওয়ামী লীগের সদস্য বা অন্য কারো কোনো কার্যকলাপ সংঘটিত হওয়ার বিষয়ে ভারতের সরকার অবহিত নয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ভারতের মাটিতে অন্য দেশের বিরুদ্ধে কোনো ধরনের কর্মকাণ্ড ভারত সরকার অনুমোদন করে না। সেইসঙ্গে জয়সওয়াল আগের মতো এবারও জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করার জন্য বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দ্রুত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
খুলনা গেজেট/এএজে