বটিয়াঘাটার ঝপঝপিয়া নদী থেকে বুধবার (২০ আগস্ট) অজ্ঞাতনামা মস্তকবিহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় জেলে রবিউলের জালে অজ্ঞাতনামা মস্তকবিহীন নারীর মরদেহ পাওয়া যায়। সে বটিয়াঘাটা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার বলেন, মরদেহটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু মরদেহের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।
খুলনা গেজেট/এএজে