Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তা ইভা মল্লিক অবনমনসহ বদলি

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিককে ঘুষ, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগের প্রেক্ষিতে পদাবনতি দিয়ে বদলি করা হয়েছে। তাকে খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসে অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসেবে যোগদানের নির্দেশ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বুধবার (২০ আগস্ট) দুপুরে বদলির বিষয়টি নিশ্চিত করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জসীম উদ্দীন।

এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম স্বাক্ষরিত আদেশে নড়াইলসহ চার উপজেলা কৃষি কর্মকর্তার বদলি করা হয়। আদেশে বলা হয়, আগামী ২৭ আগস্ট নতুন কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় ২৮ আগস্ট থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

উল্লেখ্য, ইভা মল্লিকের বিরুদ্ধে উপজেলার ১৪টি কৃষক পার্টনার ফিল্ড স্কুলে চরম অব্যবস্থাপনা, কৃষকদের প্রাপ্য নাস্তা ও সম্মানী বাবদ অর্থ আত্মসাৎ, ঘুষ দাবি, হেনস্তা ও ডিলারশিপ বাতিলের হুমকির অভিযোগ ওঠে। এ বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

তবে এ বিষয়ে ইভা মল্লিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন