নড়াইল শহরের বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত ভূঁইয়া শপিংমলে একরাতে ৯টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র শাটার ভেঙে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ২টার পর এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভূঁইয়া শপিংমলের একটি থাই গ্লাসের জানালা খুলে ৫-৬ জনের মুখোশধারী চোরচক্র ভেতরে প্রবেশ করে। প্রথমে সিসি ক্যামেরা ভেঙে ফেলার পর তারা শাবল ও লোহার রড ব্যবহার করে পর্যায়ক্রমে ৯টি দোকানের শাটার ভেঙে ভেতরে ঢোকে।
চুরির শিকার দোকানগুলো হলো—আবজাল সু স্টোর, অঙ্গশোভা গার্মেন্টস, আপন বস্ত্রালয়, পাঞ্জাবী হাউজ, সুনন্দা গার্মেন্টস, আরকে টেইলার্স, ব্র্যান্ড বাজার, আরাফি ফ্যাশন ও রুবেল স্টোর।
দোকান মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী— ব্র্যান্ড বাজার থেকে নগদ ৪ লাখ টাকা, আবজাল সু স্টোর থেকে ৫৯ হাজার টাকা, অঙ্গশোভা গার্মেন্টস থেকে ২৮ হাজার টাকা, রুবেল স্টোর থেকে ১০ হাজার টাকা সহ অন্যান্য দোকান থেকেও নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করা হয়েছে।
আবজাল সু স্টোরের মালিক সৈয়দ ওসিকুল ইসলাম বলেন, “প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি যাই। ক্যাশবাক্সে ৫৯ হাজার টাকা ছিল, সব নিয়ে গেছে।”
রুবেল স্টোরের মালিক রুবেল জানান, তার মুদিখানা দোকান থেকে ১০ হাজার টাকা লুট হয়েছে। অঙ্গশোভা গার্মেন্টসের মালিক ওয়াহেদ জামাল বলেন, “সারাদিনের বিক্রির টাকা ২৮ হাজার টাকাও হাতিয়ে নিয়েছে চোরেরা।”
মার্কেটের ব্যবসায়ীরা জানান, এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। তাই দ্রুত সিসি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা প্রহরী নিয়োগের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মার্কেটে নিরাপত্তার ঘাটতি রয়েছে। গুরুত্বপূর্ণ এ মার্কেটের দ্বিতীয় তলায় দুটি ব্যাংক রয়েছে। তাই মালিককে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।’
খুলনা গেজেট/এসএস