খুলনা-মোংলা বাইপাস সড়কের আফিল গেট রেল ক্রসিং এর কাছে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আজ বুধবার ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাক চালক ও হেলপার সামান্য আহত হয় বলে জানা যায়।
জানা যায়, মোংলা থেকে আগত ফাইভ রিংস সিমেন্ট বোঝাই একটি ট্রাক খুলনা-মোংলা বাইপাস সড়কের আফিল গেট রেল ক্রসিং এর কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাক চালক মোহাম্মদ তমল ও হেলপার মোঃ সুমন সামান্য আহত হয়েছে বলে জানা যায়।
খুলনা গেজেট/এনএম