Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

২১ ক্রিকেটারকে নিয়ে সিলেটে অনুশীলন শুরু হচ্ছে লিটন-শান্তদের

ক্রীড়া প্রতিবেদক

গত ৬ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। বিশেষ করে আসন্ন নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপের প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা ছিলেন সেখানে। ঢাকার অনুশীলন পর্ব শেষ করে গতকাল রাতে সিলেটে পৌঁছে গেছেন ক্রিকেটাররা।

আজ (বুধবার) থেকে সিলেটের মাঠে দ্বিতীয় ধাপের অনুশীলন শুরু করবে লিটন দাসের দল। যা চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত, প্রতিদিন হবে দুই স্লটের অনুশীলন। প্রথমে দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এরপর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আরেক দফা।

জাতীয় দলের এই ক্যাম্পে উপস্থিত থাকবেন ২১ জন ক্রিকেটার। আগামী ২৪ এবং ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাচ সিনারিও। এরপর ২৬ তারিখ দুই ভাগে ভাগ হয়ে ক্যাম্পের ক্রিকেটাররা একটি ম্যাচ অনুশীলন ম্যাচ খেলবে। অবশ্য ক্যাম্পের বাইরে থেকেও ৬/৭ জন ক্রিকেটার থাকার কথা রয়েছে। পরবর্তীতে নেদারল্যান্ডস সিরিজের দল ঘোষণা হলে সিলেট ছাড়বেন বাকি ক্রিকেটাররা।

প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে আগামী ২৬ আগস্ট আসবে নেদারল্যান্ডস দল। এরপর সিলেটে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩০ আগস্ট, ১ এবং ৩ সেপ্টেম্বর যথাক্রমে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন