Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় গ্যাস সরবরাহের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

গেজেট ডেস্ক

খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবিতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল ৩টায় নগর ভবনে খুলনা বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মোঃ ফিরোজ সরকারের নিকট এ স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন নিজামুর রহমান লালু, মিজানুর রহমান বাবু, সরদার আবু তাহের, এস এম দেলোয়ার হোসেন, এস কে তাসাদুজ্জামান, জামাল মোড়ল, মিলন বিশ্বাস, রহমত আলী, শাহীন হাওলাদার, এস এম রোহান প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১২ সালে পেট্রোবাংলার অধীন সুন্দরবন গ্যাস কোম্পানি ভেড়ামারা থেকে খুলনা পর্যন্ত পাইপলাইন বসানোর কাজ শুরু করলেও খোড়া যুক্তিতে প্রকল্পটি বাতিল করা হয়। এতে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ অপচয় হলেও কর্তৃপক্ষকে কোনো জবাবদিহিতার আওতায় আনা হয়নি। পরবর্তীতে ভোলা–বরিশাল–খুলনা রুটে গ্যাস সরবরাহের নতুন পরিকল্পনা গ্রহণ করা হলেও গত ৫ মার্চ হঠাৎ করেই পেট্রোবাংলা এ প্রকল্প স্থগিত করে ভোলা–বরিশাল–ঢাকা রুটকে অগ্রাধিকার দেয়।

এ সিদ্ধান্তে খুলনাবাসী মারাত্মকভাবে ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন বলে স্মারকলিপিতে জানানো হয়। এতে বলা হয়, শিল্পনগরী খুলনাকে ইচ্ছাকৃতভাবে বিরানভূমিতে পরিণত করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত পাটকলসহ বহু শিল্প বন্ধ হয়ে আছে, অথচ অল্প পরিমাণ গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে এসব প্রতিষ্ঠান পুনরায় চালু করে দেশের অর্থনীতিতে গতি সঞ্চার করা সম্ভব।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, পদ্মা সেতুর কারণে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেও গ্যাস সরবরাহ না থাকায় উদ্যোক্তারা এ অঞ্চলে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন। ফলে জাতীয় অর্থনীতিতে সম্ভাবনাময় এ অঞ্চলের অবদান বাধাগ্রস্ত হচ্ছে।

নাগরিক সমাজ মনে করে, খুলনায় গ্যাস সরবরাহ কেবল খুলনাবাসীর দাবি নয়, এটি জাতীয় উন্নয়নের প্রশ্ন। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে আঞ্চলিক বৈষম্য দূর করে খুলনাসহ সম্ভাবনাময় অঞ্চলগুলোতে শিল্পায়নকে উৎসাহিত করতে হবে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন