Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুবিতে টিচিং অ্যাসিস্ট্যান্টদের দিনব্যাপী প্রশিক্ষণ

গেজেট ডেস্ক

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আজ ১৯ আগস্ট (মঙ্গলবার) নতুন নিয়োগপ্রাপ্ত টিচিং অ্যাসিস্ট্যান্টদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ইউআরপি লেকচার থিয়েটারে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ চালুর ব্যাপারে অনেক আগেই আমার ভাবনা ছিল। কিন্তু সেটা আজ এতদিন পর বাস্তবায়ন হলো। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ক্রাইটেরিয়া পূরণের ক্ষেত্রে টিএ চালু করা অত্যন্ত জরুরি বিষয়। যার কারণে, পলিসি তৈরির পর টিএ নিয়োগ দেওয়া হয়েছে। আমি আশা করি, টিএবৃন্দ ডিসিপ্লিনের শিক্ষা ও গবেষণাকাজে বেশি সম্পৃক্ত হবেন। যার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে। টিএদের দক্ষ করে তুলতে পর্যায়ক্রমে একাডেমিক ও রিসার্চের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্বোধনী অনুুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, মেধাবীদের বাছাই করে টিএ নিয়োগ দেওয়া হয়েছে। তাদের সংস্পর্শে ডিসিপ্লিন উপকৃত হওয়ার পাশাপাশি অভিজ্ঞ শিক্ষকদের সাহচর্য পাওয়ায় টিএরা আরও বেশি সমৃদ্ধ হবেন। যাতে ভবিষ্যতে তাদের পথচলার ক্ষেত্রে সমসাময়িক অভিজ্ঞতা তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ সাধনে টিএবৃন্দ সহায়ক ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। আরও বক্তব্য রাখেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ মুরছালীন বিল্লাহ। অনুুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রশিক্ষণের টেকনিক্যাল সেশনে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের নীতি, ভূমিকা ও প্রত্যাশা, বৈশ্বিক অভিজ্ঞতা, খুলনা বিশ্ববিদ্যালয়ে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের নীতিমালা, কার্যকর শিক্ষণ কৌশল, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, তথ্য ব্যবস্থাপনা এবং মূল্যায়ন প্রক্রিয়া বিষয়ে আলোচনা হয়।

টেকনিক্যাল সেশনগুলো উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ মুরছালীন বিল্লাহ এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ জাকির হোসেন।

সমাপনী সেশন উপস্থাপন করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। তিনি প্রশ্নোত্তর, প্রতিক্রিয়া গ্রহণ এবং সার্বিক পর্যালোচনা শেষে কর্মশালার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। দিনব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও নতুন নিয়োগপ্রাপ্ত টিএবৃন্দ অংশ নেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন