ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সাংগঠনিক ও প্রশিক্ষণ বিভাগের আয়োজনে থানা ও ওয়ার্ড দায়িত্বশীলদের জন্য প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মুফতী আমানুল্লাহ মন্তব্য করেছেন, ‘ইসলাম রাষ্ট্র ক্ষমতায় থাকলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে। এমনকি মানুষের প্রাণ-প্রকৃতিও ন্যায়সংগত আচরণে অভ্যস্ত হয়ে উঠবে।’
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭ টায় পাওয়ার হাউজ আইএবি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
মুফতী আমানুল্লাহ বলেন, “আমরা মুসলমান। এটি আমাদের গর্বিত আত্মপরিচয়। ইসলাম একটি পরীক্ষিত ব্যবস্থা, যা সকল মানুষের অধিকার নিশ্চিত করতে সক্ষম। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হলে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।”
তিনি বর্তমানে মুসলমানদের আত্মপরিচয়ের সংকটের দিকে ইঙ্গিত দিয়ে বলেন, ‘বিশেষ করে মুসলমানদেরকে তাদের পরিচয় নিয়ে হীনমন্য করা হচ্ছে। আমাদের প্রধান পরিচয় আমরা মুসলিম। দল-মতের ঊর্ধ্বে আমাদের মুসলিম পরিচয়কে বড় করতে হবে।’
দেশের প্রধান সমস্যা হিসেবে দুর্নীতিকেই চিহ্নিত করে মুফতী আমানুল্লাহ বলেন, ‘দুর্নীতি করছে শিক্ষিতজনেরা। আমাদের দেশে শিক্ষা আছে, কিন্তু তা আমাদের আদর্শ মানুষ হিসেবে তৈরি করছে না। শিক্ষা ব্যবস্থা ও রাজনীতি আমাদের তরুণ মেধাবীদেরকে ধ্বংস করছে। যারা আবরার ও ফাহাদকে হত্যা করেছে, তারা সবাই মেধাবী কিন্তু অসৎ সঙ্গের কারণে হত্যাকারী হয়ে গেছে।’
প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, এবং প্রশিক্ষণ সম্পাদক মুফতী এসহাক ফরিদী অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরের সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন, মোঃ ইমরান হোসেন মিয়া, মেহেদী হাসান সৈকত, এইচ এম খালিদ সাইফুল্লাহ মোঃ মইনুদ্দিন, মোঃ ফেরদৌস গাজী সুমন, মোঃ আব্দুল মান্নান, মোহাম্মদ নুরুজ্জামান বাবুল, গাজী মিজানুর রহমান, সরোয়ার হোসেন বন্দ, আব্দুল্লাহ আল মাসুম, আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, মাওলানা নাসিম উদ্দিন, মোঃ মনজুরুল ইসলাম, মোঃ কবির হোসেন হাওলাদার, মোঃ বাদশা খান, মোঃ আলফাত হোসেন লিটন, মোঃ মইনুদ্দিন ভূঁইয়া, মমিনুল ইসলাম নাসিব, মোঃ শহিদুল ইসলাম সজিব, কাজী তোফায়েল আহমেদসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারীরা।
খুলনা গেজেট/এসএস