Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

অনেকেই আমাকে ‘বুড়ি’ বলে : মালাইকা

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা তার বয়স নিয়ে নিয়মিত সমালোচনার শিকার হন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে মুখ খুলেছেন। ৫১ বছর বয়সী মালাইকা জানান, অনেকেই তাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ করেন। এমন মন্তব্য শুনলে তার খারাপ লাগে, তবে তিনি এসবকে পাত্তা দেন না।

অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, অনেকেই আমাকে ‘বুড়ি’ বলে। কাউকে এই সব কথা কীভাবে বলা যায়? মাঝেমধ্যে এই সব শুনলে খারাপ লাগে ঠিকই। বিন্দুমাত্র সংবেদনশীলতা নেই এদের মধ্যে। এরা শুধু আমার সাহসী ও শক্তিশালী ব্যক্তিত্বটাই দেখতে পায়।

মালাইকা জানান, অনেকেই তার সাহসী ও শক্তিশালী ব্যক্তিত্বের পেছনের সংবেদনশীল মানুষটিকে দেখতে পায় না। যখন তাকে বয়স নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়, তখন তার কষ্ট হয়।

তবে এই ধরনের কটাক্ষের জবাবে মালাইকা ইতিবাচক মনোভাব দেখানোর চেষ্টা করেন। তিনি সমালোচনাকারীদের উদ্দেশে বলেন, আপনারা এগিয়ে যান এবং যা খুশি বলতে থাকুন। আমার তাতে কোনও অসুবিধা নেই।

মালাইকার ছেলে আরহান খান তার পাশে সবসময় থাকেন। মালাইকা বলেন, আমার ছেলে আমার সবচেয়ে বড় ভরসা। সে সব সময় আমাকে বোঝায়, ‘কে কী বলছে, তাতে কী যায় আসে? তুমি কেন মন খারাপ করছ?’

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন