Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ৩দফা দাবিতে মঙ্গলবার (১৯ আগস্ট) ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ নিজেদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে শিক্ষার্থীদের সমাবেশ শুরু হয়। এরপর তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটে এসে শেষ করে।

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়- ‘বাজেট নিয়ে তালবাহানা, চলবে না, চলবে না,’ ‘৫৩ একরে হবে না আর, ২০০ একর চাই এবার,’ এবং ‘মুলা ঝুলানো বন্ধ কর, জমি অধিগ্রহণ দ্রুত কর।’

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তারা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন চান এবং তাদের দাবিগুলো প্রশাসন যেন গুরুত্ব দিয়ে বিবেচনা করে।

মোহাম্মদ রিপন নামে এক শিক্ষার্থী বলেন, আমরা যৌক্তিক আন্দোলন করছি। আমরা চাই না সাধারণ মানুষের সমস্যা হোক। কিন্তু আমাদের দাবি না মানলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

আরেক শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, দেশের হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যগুলোকে অবহেলা করা হচ্ছে। ১৫ বছরেও বরিশাল বিশ্ববিদ্যালয় যে প্রাধান্য পাওয়ার কথা ছিল, তা পায়নি। আমরা আর বঞ্চিত থাকতে চাই না, আমাদের ন্যায্য অধিকার চাই।

উল্লেখ্য, গত ২৮ জুলাই থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের দাবিতে এই আন্দোলন শুরু করে। তারা জানিয়েছেন, প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে তাদের শান্তিপূর্ণ আন্দোলন আরও কঠোর রূপ ধারণ করতে পারে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন