Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ভুটানের পরিবেশের সঙ্গে মেয়েরা মানিয়ে নিয়েছে

ক্রীড়া প্রতিবেদক

পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে টুর্নামেন্ট শুরুর পাঁচ দিন আগে ভুটানে যাওয়া। থিম্পুতে গত কয়েকদিনের প্রস্তুতির পর ফুটবলাররা অনুভব করেছে পরিবেশ আর কোনো সমস্যা নয়। আরেকটি সাফের মিশনে এবার মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের মেয়েরা। আগামীকাল ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে মাহবুবুর রহমান লিটুর দল।

গতকাল ম্যাচ ভেন্যু চাংলিমিথাং স্টেডিয়ামে অনুশীলন সেরেছে মেয়েরা। সেখান থেকে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছে গোলরক্ষক ঈশিতা ত্রিপুরা, ‘খুব ভালো অনুশীলন হচ্ছে, এখানকার আবহাওয়ার সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিয়েছি। আমরা চ্যাম্পিয়ন হতে চাই এটাই লক্ষ্য।’

কিশোরী সাফে বাংলাদেশের বড় বাধা ভারত ও নেপাল। চ্যালেঞ্জ গোলরক্ষকদের জন্যও। সে লক্ষ্যে সোমবার গোলকিপারদের নিয়ে আলাদা অনুশীলন সেশন করেছেন গোলরক্ষক কোচ ইমন। তিনিও বয়সভিত্তিক এই সাফ নিয়ে আশাবাদী, ‘আমাদের দল একটা ভালো অবস্থায় আছে এবং গোলরক্ষকরা খুবই আত্মবিশ্বাসী। অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে আমরা ভালো কিছু করতে চাই।’

ভুটানে এখন বেশ ঠান্ডা। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে দলকে একটু আগে পাঠানোয় বাফুফেকে ধন্যবাদ দিয়ে ইমন বললেন, ‘খেলোয়াড়দের মানিয়ে নিতে সুবিধা হয়েছে। ইতোমধ্যে আমরা দারুণভাবে মানিয়েও নিয়েছি, চেষ্টা করব এর প্রতিফলন ম্যাচে দেখাতে। দলের ট্রেনিং ভালো হয়েছে, যেখানে খেলোয়াড়দের সমস্যা ছিল সেখানে কাজ করেছি এবং খেলোয়াড়েরাও দ্রুত সংশোধন করতে পেরেছে।’

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন