Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ডাকসু নির্বাচনে বামপন্থিদের মধ্যে কোন্দল

গেজেট ডেস্ক

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিভাজন দেখা দিয়েছে। ক্যাম্পাসের প্রগতিশীল শক্তিকে এক প্ল্যাটফর্মে আনার প্রাথমিক উদ্যোগ ব্যর্থ হওয়ায় এবার বামজোট থেকে সম্ভাব্য দুইটি আলাদা প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে জানা গেছে। সোমবার বিকালে বাম গণতান্ত্রিক ছাত্র জোট আংশিক প্যানেল ঘোষণা করেছে। এতে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি।

একই প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন নিয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর জাবির আহমাদ জুবেল এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মোজাম্মেল হক মনোনয়ন জমা দিয়েছেন।

তবে ইমিকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি হিসেবে জেতার পর এক টকশোতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার পক্ষে মত দিয়েছিলেন। সেই পুরোনো মন্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে ইমি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার হতে দেখছি। বর্তমান অবস্থান নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের জানাতে চাই- আমি নিরপরাধ মানুষ। ছাত্রখুনের নির্দেশদাতার সর্বোচ্চ বিচার চাই। ফুলস্টপ।’

অন্যদিকে বাম সংগঠনের আরেকটি অংশ বিকল্প প্যানেলের প্রস্তুতি চালাচ্ছে। তাদের সম্ভাব্য নেতৃত্ব পরিষদে ভিপি প্রার্থী হিসেবে রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাঈম হাসান হৃদয়কে, জিএস প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমানকে এবং এজিএস পদে অনয়কে।

নাঈম গণমাধ্যমকে জানান, ক্যাম্পাসের সব প্রগতিশীল শক্তিকে একত্রিত করার চেষ্টা করেছিলাম। তবে বিশেষ কারণে তা সম্ভব হয়নি। তাই শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার ইনক্লুসিভ ক্যাম্পাস গড়ার অঙ্গীকার নিয়ে আমরা নিজেদের প্যানেল গঠন করছি।

জানতে চাইলে বাম জোটের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, যে কেউ যদি আলাদা নির্বাচন করতে আমরা গণতান্ত্রিক অধিকারের জায়গা থেকে তাকে স্বাগত জানাবো। আমরা ইতোমধ্যে একটি প্যানেল করার সিদ্ধান্ত নিয়েছি তবে এর বাইরে যদি কেউ নির্বাচন করতে চায় তাতে আমাদের দিক থেকে কোনো বাধা নেই।

এছাড়া মেঘমল্লার বসু সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে ছয় দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেন। এতে তিনি পূর্ববর্তী সরকারের সময়ে ছাত্র নিপীড়নের সঙ্গে যুক্তদের নাম প্রকাশ, নির্বাচনে অযোগ্য ঘোষণা, নীল দলের শিক্ষকদের প্রভোস্ট পদ থেকে অপসারণ, ভোটের আগে ১৫ দিনের পরীক্ষা স্থগিত, ভোটকেন্দ্র বৃদ্ধিসহ পরিবহণ সুবিধা ও অনলাইন গুজব রোধের দাবি জানান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন