ত্রয়োদশ সংসদ নির্বাচনে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাতের পর ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের এ তথ্য জানান।
মিলার বলেন, ইইউ বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবো। বাংলাদেশে জবাবদিহিমূলক, ফ্রি ফেয়ার নির্বাচন হবে আশা করছে ইইউ।
তিনি বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ। সেজন্য নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি করতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সাথে কাজ করবে ইইউ।
খুলনা গেজেট/এনএম