ক্লাব বিশ্বকাপ দিয়ে জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ অধ্যায় শুরু হয়ে গেছে মাসখানেক আগে। তার পরও রিয়ালের ঘরের ছেলের অভিষেকটা পূর্ণতা পাচ্ছিল না। আজ ঘুচবে সে অপেক্ষা। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আজ ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে লা লিগা অভিষেক হতে যাচ্ছে জাবির। প্রতিপক্ষ ওসাসুনার কোচ আলিসিও লিসিরও আজ অভিষেক। দেখা যাক, কার অভিষেক রঙিন হয়!
স্পেনে আজ অভিষেক হতে পারে আরও একজনের। তিনি হলেন রিভার প্লেট থেকে সদ্য রিয়ালে যোগ দেওয়া ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। যদিও রিয়াল তাঁকে ক্যাস্তিলার খেলোয়াড় হিসেবে রেজিস্ট্রেশন করিয়েছে। তবে চোট সমস্যার কারণে আজ আর্জেন্টাইন এ তরুণ অ্যাটাকিং মিডফিল্ডারকে খেলাতে পারে রিয়াল। গতকাল সংবাদ সম্মেলনে সে ইঙ্গিত দিয়েছেন রিয়াল বস আলোনসো, ‘প্রথমবার ওর সঙ্গে কথা বলার সময়ই ওর ব্যক্তিত্ব দেখে অবাক হয়েছিলাম। তখন ওর বয়স ছিল মাত্র ১৭। ওর পরিপক্বতা, আত্মবিশ্বাস ও মান আপনারা দেখেছেন। সে খুব দ্রুত দলের সঙ্গে মিশে যাবে। আগামীকাল সে কিছু সময় খেলতে পারে।’
রিয়ালের নতুন চেহারার আক্রমণভাগকে সঠিক কৌশলে খেলানোটাই জাবির মূল চ্যালেঞ্জ। ক্লাব বিশ্বকাপে একাডেমি থেকে উঠে আসা গঞ্জালো গার্সিয়া সেন্টার ফরোয়ার্ড হিসেবে সফল হওয়ায় চিন্তা কিছুটা কমেছে জাবির। তাই কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুসকে উইং ধরে খেলার স্বাধীনতা দিতে পারবেন। কার্লো আনচেলত্তি কিন্তু তাদের দুজনের কম্বিনেশনটা ঠিকঠাক করতে পারেননি, যে কারণে দলকে গত মৌসুমে বেশ ভুগতে হয়েছিল। আজ নিষেধাজ্ঞা ও চোটের কারণে ডিফেন্ডার এন্টিনিও রুডিগার, জুড বেলিংহাম, এনড্রিকে, কামাভিঙ্গা ও ফারল্যান্ড মেন্ডিকে পাচ্ছে না রিয়াল।
ওসাসুনা গত মৌসুমে খুব একটা খারাপ করেনি। ১২ জয়, ১৬ ড্র ও ১০ হারে ৫২ পয়েন্ট নিয়ে নবম হয়েছিল। অষ্টম স্থানে থাকা রায়োর পয়েন্ট তাদের সমানই, গোল পার্থক্যে এগিয়ে ছিল শুধু। নতুন কোচ লিসির টার্গেট আগের চেয়ে আরেকটু এগিয়ে যাওয়া। সে লক্ষ্যে তিনি নতুন দুজন কিনেছেন। এর মধ্যে একজন রিয়াল থেকে আসা ভিক্টর মুনোজ। তবে বেশ কয়েকজন ক্লাব ছেড়েছেন। এর মধ্যে রয়েছেন জেসুস আরেসো। এছাড়া ইবানেজ, রুবেন পেনা, উনাই গার্সিয়ার দল ছাড়ায় ভুগতে পারে ওসাসুনা। এর প্রভাব প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচগুলোতে দেখা গেছে। পাঁচটি ম্যাচ খেলে তারা মাত্র একটিতে জিতেছে।
খুলনা গেজেট/এনএম