দীর্ঘ দেড় যুগ ধরে খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতি জিম্মি ছিল তৎকালীন বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলীর হাতে। গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর সেই জিম্মি দশা থেকে মুক্ত হয় বাজার বণিক সমিতি।
বাজারের সাধারণ ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে শুরু হয় নির্বাচনী প্রক্রিয়া। সোমবার (১৮ আগস্ট) সমিতির দীর্ঘ কাঙ্খিত সাধারণ সভা শেষে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।
বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমানকে চেয়ারম্যান, খানজাহান আলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেনকে সদস্য সচিব, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইকবাল হোসেন ও আলতাফ প্লাজার স্বত্তাধকিারী মইনউদ্দীনকে সদস্য করে গঠন করা হয়েছে ৪ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি।
গঠিত ওই কমিটির সদস্যবৃন্দ নির্বাচনের তারিখ নির্ধারণসহ নির্বাচন সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করার সকল প্রক্রিয়া সম্পন্ন করবেন।
এদিকে সোমবার (১৮আগস্ট) সন্ধ্যায় বাজার চত্বরে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভা মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহানআলী থানা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক যোগীপোল ইউপি চেয়ারম্যান মীর কায়ছেদ আলী, খানজাহান আলীথানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, এনামুল হাসান ডায়মন্ড, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আব্দুস সালাম, যোগীপোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলমগীর হোসেন, ইসমাইল হোসেন, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইকবাল হোসেন মিজান, মীর শওকত হোসেন হিট্টু, রফিকুল ইসলাম রফিক, জাহাঙ্গীর হোসেন খোকা, মোঃ বেলায়েত হোসেন, মাঈনুল ইসলাম, কাজী শহিদুল ইসলাম, জিয়াদুল ইসলাম, হুমায়ুন কবির বিল্লাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী নেছারুদ্দীন মন্টু, মোঃ হাফিজুর রহমান, এমদাদুল হক, শফিকুল আলম মুন্সি, মহিবুল হাসান, মোল্লা মুজিবর রহমান, শফিউল্লাহ মিয়াজী, মোঃ হারুন অর রশিদ, মোঃ হুসাইন, বেগ বাবু, রুমি, যোগীপোল ইউপি সদস্য শেখ মামুনসহ বাজারের সাধারণ ব্যবসায়ীবৃন্দ।
খুলনা গেজেট/লিপু/এনএম