Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গেজেট ডেস্ক

চেক ডিজঅনার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এই পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারি করা অপর দুই জন হলেন- নঈম নিজাম এবং শাহেদ মুহাম্মদ আলী।

সোমবার (১৮ আগস্ট) বাদীপক্ষের আইনজীবী আমজাদ হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত ২৬ মে মামলাটি দায়ের করা হয়। আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছিলেন বিচারক। গতকাল রবিবার আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি আমরা। আদালত আবেদন মঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’

এর আগে গত ২৬ মে অনলাইন নিউজ পোর্টাল সকাল সন্ধ্যা ডট কমের প্রতিবেদক রাহেনুর ইসলাম মামলাটি দায়ের করেন।

আদালত সূত্রে জানা যায়, রাহেনুর ইসলাম ২০০৯ সালের ১ জুলাই থেকে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় জ্যেষ্ঠ সহ-সম্পাদক চাকুরি শুরু করেন। ২০২৩ সালের ১৬ অক্টোবর তিনি পদত্যাগ করেন। কোম্পানির কাছে দীর্ঘ দিনের সার্ভিস বেনিফিট বাবদ টাকা পাওনা হন। ওই টাকা পরিশোধ বাবদ তাকে ১০ টি চেক প্রদান করা হয়। যার মধ্যে দুইটি চেক নগদায়ন করা হয়। অপর ৮ টি চেকের মধ্যে এক লাখ ৯৬ হাজার ৭৮ টাকার। দুইটি চেক নগদায়নের রাহেনুর ইসলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মুগদা শাখায় জমা প্রদান করেন। চেকগুলো গত ২৩ মার্চ অপর্যাপ্ত তহবিল মর্মে ডিজঅনার হয়।

গত ৮ এপ্রিল তিনি আসামিদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়। তবে তারা পাওনা টাকা পরিশোধের কোনো ব্যবস্থা গ্রহণ না করায় মামলা করেন ভুক্তভোগী।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন