Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজ ফার্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ভেজাল ও নকল ওষুধ প্রদর্শন ও বিক্রির অভিযোগে লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

লাজ ফার্মার নগরীর রয়্যাল মোড় শাখার ম্যানেজার বলেন, গত মে মাসে লার্জ ফার্মার খুলনার মজিদ স্মরণী রোডের সোনাডাঙ্গা শাখায় অভিযান পরিচালনা করে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের সময় দেখা যায়, লাজ ফার্মায় এডোরাবেলা কোম্পানির দীর্ঘদিন ধরে চুলকানি নিরাময়ের একটি ওষুধ ফিলিপাইনের তৈরি বলে চালিয়ে আসছিল। আসলে ফিলিপাইনের বলে যে ওষুধ বিক্রি করা হচ্ছিল, সেটি বাংলাদেশের ঝিনাইদহের এডোরাবেলা হেলথ কেয়ার নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের। এরই পরিপ্রেক্ষিতে আজ সোমবার অভিযান চলিয়ে পাঁচ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো. সেলিম। তিনি বলেন, ভোজাল ও নকল ওষুধ একটি চক্র দীর্ঘদিন ধরে খুলনায় সরবরাহ করে আসছিল। আমরা আজ রয়্যাল লাজ ফার্মায় অভিযান চালিয়েছি। ওই অভিযোগের ভিত্তিতে চক্রটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন