Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ

গেজেট ডেস্ক

অবকাঠামোগত উন্নয়নের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

শিক্ষার্থীরা জানিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের দাবি মেনে না নেয় তাহলে আরও বড় আন্দোলনের কর্মসূচি দিবে তারা। প্রতিষ্ঠার এক যুগ পরেও বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আবাসন, পরিবহন এবং শ্রেণীকক্ষ সংকটের মতো মৌলিক সমস্যাগুলো সমাধানে প্রশাসনের নীরব ভূমিকায় হতাশা ব্যক্ত করেছেন তারা।

শিক্ষার্থীদের ৩ দফা দাবি:

১. দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে।
২. ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি করতে হবে।
৩. সকল শিক্ষার্থীর জন্য শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী মোহাম্মদ রিপন বলেন, প্রতিষ্ঠার ১২ বছর পরও বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অধিকাংশ বিভাগে একটি মাত্র শ্রেণীকক্ষ থাকায় তীব্র সংকট দেখা দিয়েছে। শুধু তাই নয়, আবাসন ও পরিবহন সংকটের কারণে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ এ সমস্যা সমাধানে সরকারের কোনো উদ্যোগ নেই।

তিনি আরও বলেন, আমরা আমাদের অধিকার আদায়ে তিন দফা আন্দোলন শুরু করেছি। সরকার যদি দ্রুত এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেয়, তবে আমরা বিশ্ববিদ্যালয় বন্ধ করাসহ পুরো দক্ষিণবঙ্গ অচল করে দিতে বাধ্য হব।

আরেক শিক্ষার্থী মোহাম্মদ মাসিম বিল্লাহ বলেন, একজন শিক্ষার্থীর যে মৌলিক অধিকারটুকু থাকা দরকার, আমরা তা থেকেও বঞ্চিত। আমরা দ্রুত এই সংকটগুলোর সমাধান চাই।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন