Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

কুয়েটে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের দায়িত্ব হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে অবস্থিত আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারটি পরিচালনার দায়িত্ব কুয়েট কর্তৃপক্ষকে হস্তান্তর করেছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।

রবিবার (১৭ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এ উপলক্ষে কুয়েট ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক একে. এম. আমিরুল ইসলাম এনডিসি এবং কুয়েট আইআইসিটি’র পরিচালক প্রফেসর ড. আশরাফুল গনি ভূঁইয়া।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা এবং শিক্ষা ও আইসিটি) নুরুল হাই মোহাম্মদ আনাছ এবং কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তরপ্রধান, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার ও আইসিটি সেলের চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা। এছাড়া বিএইচটিপিএ’র অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন