নড়াইলের কালিয়ায় লিনা বেগম নামে এক প্রধান শিক্ষকের পিটুনিতে ছিয়াম শেখ (৯) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গত ১৪ আগস্ট শিক্ষার্থীর বাবা কামাল শেখ কালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক লিনা বেগম একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বেন্দা গ্রামের পিনু বিশ্বাসের স্ত্রী। আহত শিক্ষার্থী কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের কামাল শেখের ছেলে এবং বেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
অভিযোগে বলা হয়েছে, রাজনৈতিক শত্রুতার জেরে প্রধান শিক্ষক সুযোগ নিয়ে ছিয়ামকে বেদম মারধর করেন। সহপাঠীদের সঙ্গে তুচ্ছ কথাকাটাকাটির জেরে ছিয়ামকে সহপাঠীরা প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেলে তিনি কথা না শুনেই মাথায় আঘাত করেন। পরে তার শারীরিক অবস্থা খারাপ হলে প্রথমে কালিয়া হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিক্ষার্থীর মাথা ঘোরা, বমি ও শারীরিক অবস্থার অবনতি ঘটছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শিক্ষার্থীর বাবা কামাল শেখ বলেন, “আমার ছেলের শারীরিক অবস্থা এখনও গুরুতর। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। অভিযোগ থানায় দিয়েছি।”
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “থানায় অভিযোগ রয়েছে কিনা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”
খুলনা গেজেট/এসএস