খুলনার কয়রা উপজেলার কাটনিয়া অ,ক মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) বেলা ১টা ৩০ মিনিটে বিদ্যালয়ের মাঠে অভিভাবক ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্কুলে সরকার থেকে বরাদ্দ পাওয়া নতুন ভবন নির্মাণে অনিয়ম করা হয়েছে। নিয়ম অনুযায়ী ভবনের গাঁথুনি ১০ ইঞ্চি দেওয়ার কথা থাকলেও স্কুল কর্তৃপক্ষ সেখানে মাত্র ৫ ইঞ্চি গাঁথুনি ব্যবহার করেছেন। এ বিষয়ে প্রধান শিক্ষককে জানালে তিনি উল্টো অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজ করেন।
এছাড়া বক্তারা আরও বলেন, বিদ্যালয়ের জন্য একটি বাথরুম নির্মাণ করা হলেও সেটি স্কুলের একপাশে না করে ঠিক সামনে নির্মাণ করা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য অস্বস্তিকর হবে। এ নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মতামত উপেক্ষা করছে স্কুল কর্তৃপক্ষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো. কওছার আলী, অভিভাবক শাহাবুদ্দীন, সমাজসেবক মো. কামাল হোসেন, মো. ইমরান হোসেন, ওয়েজকুরনী, মো. ফারুক হোসেন, মো. হুসাইন, মো. হাবিব হোসেন, মো. রিপন হোসেন প্রমুখ।
খুলনা গেজেট/এসএস