Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

নেপালকে বড় লক্ষ্য দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

আসরের প্রথম ম্যাচের মতো আজও বাংলাদেশ ‘এ’ দলকে উড়ন্ত শুরু এনে দিন জিশান আলম। তরুণ এই ওপেনারের ঝোড়ো ফিফটিতে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। তবে মিডল অর্ডারে আফিফ হোসেন ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি। তাতে ১৮৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রগ করে বাংলাদেশ ‘এ’ দল। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন জিশান। এ ছাড়া অপরাজিত ৪৮ রান এসেছে আফিফের ব্যাট থেকে।

দুই ওপেনারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভালো শুরু পায় বাংলাদেশ। বিশেষ করে জিশান এদিন রীতিমতো ঝড় তোলেন! তার বিধ্বংসী ব্যাটিংয়ে চোখে সর্ষে ফুল দেখেছেন নেপালি বোলাররা! ওপেনারদের এমন ব্যাটিংয়ে কোনো উইকেট না হরিয়ে পাওয়ার প্লেতে ৫৩ রান করে বাংলাদেশ।

ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি নাঈম শেখ। ১৮ বলে ২৫ রান করে এই ওপেনার বিদায় নিলে ভাঙে ৬০ রানের উদ্বোধনী জুটি। তবে ফিফটি পেয়েছেন জিশান। সবমিলিয়ে ৪৫ বলে ৭২ রান করেছেন এই তরুণ।

চারে নেমে দারুণ ব্যাটিং করেছেন আফিফ। ২৩ বলে অপরাজিত ৪৮ করেছেন তিনি। আফিফ ছাড়া মিডল অর্ডারের আর কেউই সুবিধা করতে পারেননি। তাতে ভালো শুরু পাওয়ার পরও শেষদিকে প্রত্যাশামতো রান তুলতে পারেনি বাংলাদেশ।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন