শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

স্ত্রীকে তালাক, ছেলেকে নিয়ে দুধ দিয়ে গোসল করলেন স্বামী

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীকে তালাক দিয়ে দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ছেলে মিনহাজ শেখকে (১০) সাথে নিয়ে আনন্দ প্রকাশ করে দুধ দিয়ে গোসল করেন স্বামী তাইফুল ইসলাম। আর এমন এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে গোপালগঞ্জের মকুসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামে। এ ঘটনায় গ্রাম জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, তাইফুল ইসলামের স্ত্রী ভাঙ্গা উপজেলার রোজিনা বেগমের সাথে তার ১২ বছরের সংসার চলছিল। তবে সংসার জীবনে নানা ধরনের কলহ ও নির্যাতনের অভিযোগে সম্পর্ক দিন দিন তিক্ত হয়ে ওঠে। অবশেষে ১৫ আগস্ট বিকেল ৪টার দিকে তাইফুল ইসলাম স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তালাক দেন। তালাকের কিছুক্ষণ পর তিনি তার ছেলে মিনহাজ শেখকে সাথে নিয়ে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেন। তবে তালাক পরবর্তী এমন ব্যতিক্রমী আচরণ এলাকায় কৌতূহলের জন্ম দিয়েছে।

তাইফুল ইসলাম দাবি করেন, গত ১২ বছর তারা বাবা-ছেলে ভীষণ কষ্টে দিন কাটিয়েছেন। নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। স্ত্রীকে তালাক দিয়ে সেই অধ্যায়ের অবসান হয়েছে। তাই আনন্দ প্রকাশে তারা বাবা-ছেলে দুধ দিয়ে গোসল করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর মতে, দাম্পত্য জীবনের কলহ এভাবে প্রকাশ্যে চলে আসা দুঃখজনক। তবে তালাক পরবর্তী এমন ব্যতিক্রমী আচরণ এলাকায় কৌতূহলের জন্ম দিয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন