Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

খানজাহানআলী থানাধীন তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৭৬ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস. এম. ছায়েদুর রহমান, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শেখ আমিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের প্রধান সহকারী শেখ শাহিনুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শামীমা হক, সিনিয়র শিক্ষক এস. এম. জহুরুল ইসলাম, এস. এম. সাইফুজ্জামান, অরবিন্দ হালদার, নবকুমার রায়, রিক্তা রানী রায়, এস. এম. তৈমুর রেজা, মো. সামসুর রহমান, সঞ্জয় কুমার মন্ডল, প্রতিভা সাহা, সাইফুল্লাহ তারেক, সহকারী শিক্ষক মো. লুৎফর রহমান জাকির, মোস্তফা যুবাইর আলম, মো. সারাফুল ইসলাম, অভিষেক মজুমদারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মচারী এবং সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ।

বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা ছিল খুবই উৎফুল্ল। বিদ্যালয়ের এ উদ্যোগকে তারা স্বাগত জানিয়ে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

খুলনা গেজেট/লিপু/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন