Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

গিলাতলায় যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক

খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়া তরুন যুবসমাজের উদ্যোগে এলাকার সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৫ আগস্ট) বেলা ৩ টায় মহসিন জুট মিল শ্রমিক কলোনি মাঠে অনুষ্ঠিত এ খেলার উদ্বোধন করেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আব্দুস সালাম।

খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্যা সোহাগ হোসেন, জাহাঙ্গীর হোসেন খোকা, শেখ আনোয়ার হোসেন, মো. মাসুম বিল্লাহ ও শেখ জিয়াউর রহমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক সাইফুল্লাহ তারেক।

এলাকার বিপুলসংখ্যক দর্শক চরম প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ খেলা উপভোগ করেন। খেলার প্রথমার্ধে সিনিয়র একাদশ ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে জুনিয়র একাদশ গোল পরিশোধ করে খেলায় সমতা আনে। খেলা পরিচালনা করেন রেফারি মো. নাসির উদ্দিন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন