Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

খুবি অধ্যাপককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারকে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে । বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। তার বিরুদ্ধে ওঠা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ তদন্ত শেষ হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।

গত ৭ আগস্ট অধ্যাপক রুবেল আনসারের বিরুদ্ধে এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, যৌন হয়রানি ও অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। তারই বিভাগের এক ছাত্রী বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রে এ অভিযোগ করেন। অভিযোগটি তদন্তের জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে কমিটি‌ কাজ শুরু করেছে।

এদিকে তদন্ত চলাকালে অধ্যাপক রুবেল আনসারের ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। গত মঙ্গলবার দুপুরে তারা এ ঘোষণা দেওয়ার পর থেকে অধ্যাপক রুবেল আনসারের কোনো ক্লাস হয়নি।

খুবির রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান বলেন, যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা অনুযায়ী তদন্ত চলাকালে ওই শিক্ষককে দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

 

খুলনা গেজেট/এইচ/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন