Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে অপচিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিকের ওটি সিলগালা

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 

নড়াইলের কালিয়ায় অপচিকিৎসার অভিযোগে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় খাদিজা সেবা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শোয়াইবের নেতৃত্বে একটি তদন্ত দল ক্লিনিকের বিভিন্ন অনিয়ম, নার্স ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক না থাকা এবং অপারেশন থিয়েটারের মান নিম্নমানের হওয়ায় সিলগালার নির্দেশ দেন। উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ প্রতিম বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ হাসিবুর রহমান, ডেন্টাল সার্জন ডা. মো. সারোয়ার হোসেন ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মইনুদ্দিন।

ঘটনার সূত্রপাত গত ১৩ আগস্ট সকালে। উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের পশ্চিমপাড়ার কামাল শেখের স্ত্রী লাবনী আক্তার (১৯) সিজারিয়ান অপারেশনের জন্য খাদিজা সেবা ক্লিনিকে ভর্তি হন। অপারেশনে তিনি জমজ সন্তানের জন্ম দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে খুলনায় রেফার করা হয়। পথিমধ্যেই তার মৃত্যু হয় বলে ইসলামী ব্যাংক হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেন।

নিহতের দেবর মো. আসলাম অভিযোগ করে বলেন, “কোনো অ্যানেসথেসিয়া সার্জনের উপস্থিতি ছাড়াই অপারেশন করায় আমার ভাবীর মৃত্যু হয়েছে।” বর্তমানে নবজাতক দুই শিশুই অসুস্থ অবস্থায় খুলনা শিশু হাসপাতালে চিকিৎসাধীন।

প্রসূতির মৃত্যুর বিষয়ে নড়াইলের সিভিল সার্জন ডা. আ. রশিদ জানান, “প্রাথমিক তদন্তে অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, খাদিজা সেবা ক্লিনিকের বিরুদ্ধে এর আগেও অপচিকিৎসা, নিম্নমানের সেবা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত একাধিকবার জরিমানা ও কারাদণ্ড দিয়েছে। কয়েকজন রোগীর মৃত্যু হলেও প্রতিষ্ঠানটি এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন