গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় ১২৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন কমপক্ষে ১২৩ জন। হামলায় আরো ৪৩৭ জন আহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানায়। সেইসঙ্গে একইসময়ে গাজায় অনাহারে মারা গেছেন আটজন। খবর আল জাজিরার।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, একদিনে ১২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ২১ জন মারা যান ত্রাণ সংগ্রহ করতে গিয়ে।

বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের ২৭ মে যুক্তরাষ্ট্র-ইসরাইল সমর্থিত বিতর্কিত জিএইচএফ ত্রাণকেন্দ্র থেকে সাহায্য সরবরাহ শুরু হয়। এরপর থেকে কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৮৫৯ জনে পৌঁছেছে। আহত হয়েছে ১৩ হাজার ৫৯৪ জনের বেশি মানুষ।

এদিকে, একদিনে গাজায় অনাহারে আরো আটজন মারা গেছেন। এদেরমধ্যে তিনজনই শিশু। এ নিয়ে অনাহারে মৃতের সংখ্যা ২৩৫ জনের দাঁড়ালো; যার মধ্যে শিশুর সংখ্যা ১০৬ জন।

ইসরাইলি হামলা ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অন্তত ৬১ হাজার ৭২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক লাখ ৫৪ হাজার ৫২৫ জন।

এদিকে, অধিকৃত পশ্চিম তীর থেকে ১০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী।

অন্যদিকে, অব্যাহত ইসরাইলি হামলার কারণে গাজায় ‘অকল্পনীয় দুর্ভোগের’ নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্সহ ২৬টি দেশ। এক বিবৃতিতে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশগুলো।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজা উপত্যকাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে ইসরাইল অন্যদিকে গাজায় ত্রাণ বিতরণে বাধা দেওয়ায় ইসরাইলের সামলোচনা করে আসছে আন্তর্জাতিক সংস্থাগুলো।

গাজায় দুর্ভিক্ষের কথা অস্বীকার করেছে ইসরাইল।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন