ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত বহুতালী অঞ্চলের নাদাই গ্রামের বাসিন্দা মনোজ মণ্ডল (২৫) হায়দ্রাবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মনোজ হায়দ্রাবাদে রাজমিস্ত্রির কাজ করতেন।
গত ৬ আগস্ট দুপুর তিনটে নাগাদ কাজ করার সময় আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়। এই ঘটনায় সুতি থানা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্হানীয় শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, এই ঘটনায় যে কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানির উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণের দাবি করেন।
মনোজ মণ্ডল বিবাহিত। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তার এই অকাল মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
খুলনা গেজেট/এনএম