Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

বারাকপুর উত্তর পাড়ায় গৃহবধুর শ্লীলতাহানি, আসামি গ্রেপ্তার

দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়া উপজেলার বারাকপুর উত্তর পাড়ায় এক গৃহবধুর শ্লিলতাহানি ঘটিয়েছে একই এলাকার মফিজুলের ছেলে সৈকত(২৫)।

পুলিশ ও ভিকটিম সূত্রে জানা যায়, বারাকপুরের উত্তরপাড়ায় বসবাস করেন। তিনি ছেলেকে হাফেজিয়া মাদ্রাসায় আনার জন্য বাড়ি থেকে রওনা হয়ে মলিকুলের বাড়ির সামনে এলে দুপুর আনুমানিক ১২ টার সময় সৈকত পিছন দিক থেকে এসে গৃহবধূর হাত মুখ চেপে ধরে জোর পূর্বক টেনে হিঁচড়ে তাদের বাড়ির মধ্যে নিয়ে যায়। এ সময় গৃহবধূর আর্তচিৎকারে শুনে আশপাশের লোকজন ছুটে এলে সৈকত ভিকটিমকে এলোপাতাড়িভাবে মারধর করতে থাকে । এলাকাবাসী গৃহবধূকে উদ্ধার করে সৈকতকে ঘরের মধ্যে আটকিয়ে দিঘলিয়া থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উক্ত আসামি সৈকতকে গ্রেপ্তার করে। গৃহবধুর স্বামী বাদী হয়ে দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মামলা হয়. মামলা নং-০৬ ।

উল্লেখ্য সৈকত এলাকায় চিহ্নিত মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য ও নিজেও মাদকাসক্ত। ইতোপূর্বে সৈকত আগেও অনেককে এভাবে হামলা ও মারপিট করার অভিযোগ রয়েছে।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ বলেন, এ ব্যাপারে দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। আসামি মাদকাসক্ত। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন