খুলনা বিশ্ববিদ্যালয়ে চলছে আন্ত:ডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্ট। শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজন নির্মাণাধীন চতুর্থ একাডেমিক ভবনের সামনের মাঠে মঙ্গলবার (১২ আগস্ট) ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
এদিন বিকালে গণিত ডিসিপ্লিন ২-০ গোলে অর্থনীতি ডিসিপ্লিনকে, ইতিহাস ডিসিপ্লিন ১-০ গোলে এমসিজে ডিসিপ্লিনকে এবং সকালে বাংলা ডিসিপ্লিন ১-০ গোলে বিজিই ডিসিপ্লিনকে পরাজিত করেছে। এর আগে সকালে সমাজ ও স্থাপত্য ডিসিপ্লিনের মধ্যকার প্রথম খেলা ১-১ গোলে ড্র হয়।
খুলনা গেজেট/এসএস