খুলনায় ‘নারী সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন’ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকালে নগরীর হোটেল রয়েল ইন্টারন্যাশনালে সমাপনী দিনে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।
এশিয়া ফাউন্ডেশন ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহযোগিতায় নিউজ নেটওয়ার্ক এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে খুলনার কর্মরত বিভিন্ন সংবাদপত্র, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার ১৬ জন নারী সাংবাদিক অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা এবং নারী সাংবাদিকদের জন্য তা আরও বেশি চ্যালেঞ্জিং। দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ অপরিহার্য; তাই নারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে গণমাধ্যমকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করতে হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ও কারিগরি জ্ঞানে সমৃদ্ধ হয়ে নারী সাংবাদিকরা আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপাচার্য সাংবাদিকতার নীতি-নৈতিকতা রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, কিছু অসাধু ব্যক্তি হলুদ সাংবাদিকতার মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে ও পেশার সুনাম ক্ষুণ্ন করছে। এদের বিষয়ে সবার সতর্ক থাকা জরুরি। উপাচার্য একাডেমিক চর্চার পাশাপাশি প্রাকটিক্যাল অভিজ্ঞতা অর্জনে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন। তিনি ডিজিটাল সাইবার সিকিউরিটি, ফ্যাক্টচেক, ডাটাবেজ তৈরি ও অনুসন্ধানী সাংবাদিকতাসহ নানা বিষয়ে আলোকপাত করেন।
তিনদিনের প্রশিক্ষণের সভাপতিত্ব করেন নিউজ নেটওয়ার্ক এর সম্পাদক শহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন এশিয়া ফাউন্ডেশনের ইকবাল মাহমুদ, নিউজ নেটওয়ার্ক এর খুলনার সমন্বয়কারি দিদারুল আলম, নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষক বিশিষ্ট সাংবাদিক জিয়াউর রহমান, মীর রায়হান মাসুদ ও কর্মকর্তা রেজাউল করিম।
খুলনা গেজেট/এএজে