Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

৭৫০ কোটিতে লিভারপুল তারকাকে দলে ভেড়াল আল হিলাল

ক্রীড়া প্রতিবেদক

সৌদি প্রো লিগের জায়ান্ট আল হিলাল দলবদলের বাজারে বড় চমক দেখাল। লিভারপুলের উরুগুইয়ান স্ট্রাইকার ডারউইন নুনেজকে ৭৪৯ কোটি ২৬ লাখ টাকায় (৫৩ মিলিয়ন ইউরো) দলে ভিড়িয়েছে তারা। শনিবার (৯ আগস্ট) তিন বছরের চুক্তিতে সৌদি ক্লাবটিতে যোগ দেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

২০২২ সালের জুনে বেনফিকা থেকে ৬৪ মিলিয়ন ইউরো খরচ করে নুনেজকে এনেছিল লিভারপুল। তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে ১৪৩ ম্যাচে ৪০ গোল করেই শেষ হচ্ছে তার অলরেড অধ্যায়। গত মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিতলেও মাত্র ৮ ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি।

প্রথম মৌসুমে ৪২ ম্যাচে ১৫ গোল, দ্বিতীয় মৌসুমে ৫৪ ম্যাচে ১৮ গোল করলেও তৃতীয় মৌসুমে সম্ভাব্য ৪৭ ম্যাচের মাত্র ৭টিতে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন। আর্নে স্লটের দলে ক্রমেই গুরুত্ব হারাচ্ছিলেন তিনি, ফলে তার বিদায় ছিল প্রায় অনিবার্য।

লিভারপুল বিদায়ী বিবৃতিতে নুনেজের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে। জার্মানিতে আল হিলালের প্রাক-মৌসুম প্রস্তুতি শিবিরে ইতোমধ্যেই যোগ দিয়েছেন নুনেজ।

তার বিদায় লিভারপুলের নতুন স্ট্রাইকার কেনার পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। তবে নিউক্যাসল ইউনাইটেড এরই মধ্যে আলেক্সান্ডার ইসাকের জন্য লিভারপুলের ১১০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন