খুলনাতে শুরু হয়েছে ‘নারী সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ। শনিবার (৯ আগস্ট) নগরীর হোটেল রয়েল ইন্টারন্যাশনাল এ প্রশিক্ষণ শুরু হয়। এশিয়া ফাউন্ডেশন ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহযোগিতায় নিউজ নেটওয়ার্ক এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে খুলনার কর্মরত বিভিন্ন সংবাদপত্র, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার ১৬ জন নারী সাংবাদিক অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, সাংবাদিকতা একটি ব্রত, যা জীবনকে পরিবর্তন করে। সত্যের সন্ধান ও ব্যক্তিত্বকে দৃঢ় করে। নিজের ও অন্যের অধিকার সম্পর্কে সচেতন করে। সর্বোপরি, এটি একটি চলমান প্রক্রিয়া। সত্যের সন্ধানে প্রশিক্ষার্থীরা ব্রতি হবেন এবিষয়ে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। তাই সংবাদ প্রচারের আগে সত্য ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা প্রয়োজন। ঘটনার সঠিক চিত্র তুলে ধরা এবং পক্ষপাতিত্ব এড়িয়ে চলা উচিত। সাংবাদিকদের সাহস ও অধ্যবসায় থাকা দরকার। সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি এক ধরনের দায়িত্ব। সাংবাদিকতার মূলভিত্তি হলো সততা ও নিরপেক্ষতা। একজন ভালো সাংবাদিক কখনও মিথ্যে বা পক্ষপাতদুষ্ট খবর প্রচার করেনা।
প্রথম দিনের শুরুতে প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা নির্ণয় ও প্রশিক্ষণের প্রাক-মূল্যায়ন করেন নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষক বিশিষ্ট সাংবাদিক জিয়াউর রহমান। এরপর সাংবাদিকদের দায়িত্বও কর্তব্য বিষয়টি তুলে ধরেন নিউজ নেটওয়ার্ক’র সম্পাদক শহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন এশিয়া ফাউন্ডেশনের ইকবাল মাহমুদ, নিউজ নেটওয়ার্ক’র খুলনার সমন্বয়কারি দিদারুল আলম ও কর্মকর্তা রেজাউল করিম।
খুলনা গেজেট/এএজে