Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৭ই আগস্ট, ২০২৫ । ২৩শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে লংমার্চ ও সমাবেশ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার গড়ইখালীতে দুর্বল গেট ব্যবস্থাপনা ও ১৭ গ্রামের জলাবদ্ধতা নিরসন এবং বদ্ধ ঘোষখালী নদীর মুখে নতুন স্লুইজ গেট নির্মাণের দাবিতে শান্তা গেট অভিমুখে লংমার্চ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার কুমখালী এলাকা থেকে শত শত কৃষকের অংশগ্রহণে লংমার্চ শুরু হয়ে শান্তা স্লুইজ গেটের পাশে সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহীদ আয়ুব ও মুছা ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম সরদারের সভাপতিত্বে ও খানজাহান আলী খানুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) খুলনা জেলা সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম।

বক্তব্য রাখেন কৃষক জহির রায়হান, সুজিত মন্ডল, নিখিল মন্ডল, প্রশান্ত মন্ডল, রমেশ চন্দ্র মন্ডল, পতিত পবন মন্ডল, নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘গড়ইখালী ইউনিয়নের ১৭টি গ্রামসহ আশপাশের কয়েক ইউনিয়নের হাজার হাজার বিঘা জমির পানি সরানোর একমাত্র পথ ঘোষখালী নদী ও শান্তা স্লুইজ গেট। একটিমাত্র গেট দিয়ে বৃষ্টির পানি সরতে বিলম্বিত হওয়ায় আমন ধানের বিজতলা তৈরি করতে পারছেনা কৃষকরা। ফলে হাজার হাজার বিঘা জমি অনাবাদী থাকার সম্ভবনা দেখা দিয়েছ। এ সংকট নিরসনে জরুরী ভিত্তিতে সুড়িখালী এলাকায় খালে বাঁধ দেয়া ও নতুন স্লুইজ গেট নির্মাণের দাবী জানান তারা।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন