Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৭ই আগস্ট, ২০২৫ । ২৩শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কলকাতাসহ বাংলাদেশ উপ-হাইকমিশনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

কলকাতাসহ বাংলাদেশ উপ-হাইকমিশনে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল জুলাই গণঅভ্যুত্থান দিবস। বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি হয় গ্যালারি হলে।পবিত্র কোরান শরীফ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কোরান শরীফ পাঠ করেন বাংলাদেশ উপহাই কমিশনের মসজিদের ঈমাম জনাব মহম্মদ আনসারি।

এরপর জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এই তথ্যচিত্র একদিকে যেমন হাসিনা সরকারের পুলিশের ফ্যাসিস্ট চরিত্রকে দেখিয়েছে, অন্যদিকে তেমনি আগামীদিনে কোনো ফ্যাসিস্ট বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না তাও ইঙ্গিত দেওয়া হয়েছে।

জুলাই অভ্যুত্থান দিবস পালনে রাষ্ট্রপতি মোহম্মদ শাহাবুদ্দিনের বানী পাঠ করেন উপ-হাইকমিশনের অন্যতম অফিসার সারমিন চৌধুরী।

প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বাণী পাঠ করেন প্রেস সচিব (প্রথম) তারিক চয়ন।

জুলাই অভ্যুত্থান দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ উপ-হাইকমিশনের উপ-হাইকমিশনার মোহম্মদ আশরাফুল রহমান।

জুলাই অভ্যুত্থানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন, পশ্চিমবঙ্গে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়া অর্পিতা মজুমদার ও সীমান্ত বসু। তারা বলেন কোনো ফ্যাসিবাদী সরকারের ফ্যাসিস্ট আচরণ বাংলাদেশ ক্ষমা করেনি। বাংলাদেশের জন্ম হয়েছে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে।

অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মারেফাত হোসেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন