খুলনায় পুকুরে পড়ে গিয়ে সাগর ওরফে সোহাগ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে রূপসা উপজেলার মিল্কি দেয়াড়া গ্রামে সালামের পুকুরে পড়ে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
মৃত সাগর আইচগাতি ইউনিয়নের বাসিন্দা ছয়েকের ছেলে। পেশায় একজন রং মিস্ত্রী ছিলেন।
রং মিস্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা আইচগাতি ক্যাম্পের ইনচার্জ এসআই আশরাফুল আলম বলেন, সাগর দীর্ঘদিন ধেরে মস্তিষ্ক জনিত রোগে আক্রান্ত ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছিল। কিন্তু অর্থাভাবে সে চিকিৎসা করানো সম্ভব হয়নি।
তিনি বলেন, সোমবার রাত ৮ টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিল সাগর। বাড়ি ফেরার পথে সে সালামের পুকুরে পড়ে যায়। স্থানীয় এক চৌকিদার বিষয়টি দেখতে পেয়ে ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে এসআই আশরাফুল সেখানে পৌছান । পরে আইচগাতি ফায়ার স্টেশনকে খবর দেন তিনি। ফায়ার স্টেশনের সদস্য এবং স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করার জন্য অংশ নেয়। চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সাগরের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/এএজে