কপোতাক্ষ নদে পাওয়া লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির বাড়ি নদ সংলগ্ন আশাশুনি উপজেলার দরগাপুর গ্রামের মৃত ফজর গাজীর ছেলে মোজাম গাজী (৭২)।
পাইকগাছা নৌ পুলিশের ক্যাম্প ইনচার্জ আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মোজাম গাজী সকাল ৮টার দিকে পাইকগাছা বাজারের ফল ব্যবসায়ী ভাইপো মফিজুলের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তিনি খেয়ায় না উঠে সাতার দিয়ে নদ পার হওয়ার সময় স্রোতের টানে ভেসেযান। খেয়াঘাট থেকে ২ কিলোমিটার দূরে চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার ধরম পীরের দরগা এলাকায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে থানা পুলিশ ও নৌ পুলিশ লাশ নদ থেকে উত্তলন করে।
খুলনা গেজেট/এএজে