বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

তরুণদের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরির সুযোগ এসেছে: মির্জা ফখরুল

গেজেট ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তরুণরা নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে। আমাদের সামনে নতুন সুযোগ সৃষ্টি হয়ে এই বাংলাদেশকে নতুন করে তৈরি করার। সারাদেশ থেকে তরুণ এখানে এসেছেন। এটা অত্যন্ত আনন্দের দিন। একই সঙ্গে কষ্টের দিন। গত বছর এই দিনে আমাদের দেশের মানুষকে হত্যা করছিলো আওয়ামী লীগ।

রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে ছাত্র-সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল।

গণঅভ্যুত্থানের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শুধু ৩৬ দিনের আন্দোলন নয়। গত ১৬ বছর ধরে আমাদের নেতাকর্মী জীবন দিয়েছে। শুধুমাত্র সুন্দর একটা বসবাসযোগ্য আবাস ভূমি হিসাবে বাংলাদেশকে দেখার জন্য।

ফখরুল বলেন, আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে আমাদের বিভক্ত করার জন্য। আমাদের পাশের দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে মাঝে হুমকি দিচ্ছে। দেশকে অস্থিতিশীল তৈরির চেষ্টা করছে৷ বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে কোনো দিন রাজনীতি করার সুযোগ দেবো না।

যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, ভারত শুধু খুনি হাসিনাকে আশ্রয় দেয়নি, বাংলাদেশ অস্থিরতা সৃষ্টির জন্য ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের উদ্দেশ্য করে বলেন, যারা আমাদের ভাই-বোনদের হত্যা করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে।

যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বারবার দাবি করেছি হাসিনার বিচার। হাসিনার বিচার না হলে এই দেশের মানুষ আমাদের ক্ষমা করবে না। অনতিবিলম্ব হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে এর সঙ্গে জড়িত সবার ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানা তিনি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন