দিঘলিয়ায় ভ্যানচালক আলামিন হত্যা, মামলা হলেও গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিবেদক

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ গ্রামে ভ্যানচালক আলামিন হত্যাকাণ্ডে ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার (৩ আগস্ট) নিহত আলামিনের ভাই ফারুক সিকদার বাদি হয়ে একজনের নাম উল্লেখসহ ২/৩ জন অজ্ঞাতনামা আসামি করে এ মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার আসামী হলেন নিহত আলামিনের স্ত্রীর প্রথম স্বামী আসাদুল।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, নিহতের বড় ভাই থানায় হাজির হয়ে মামলা দায়ের করেছেন। মামলার মূল আসামি একজন, বাকী ২/৩ জন অজ্ঞাতনামা।

এদিকে হত্যাকাণ্ডের ৩৩ ঘন্টা অতিবাহিত হলেও পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নিহত ভ্যানচালক আলামিনের স্ত্রী’র প্রথম স্বামী আসাদুলকে এখনও গ্রেপ্তার করতে পারেনি। তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, শনিবার (২ আগস্ট) ভোর সাড়ে ৫ টা দিকে ঘুম থেকে ডেকে তুলে দা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় ভ্যানচালক আলামিনকে। আলামিন হত্যাকান্ড এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ঘটনার পর ঘাতক আসাদুল পলাতক রয়েছে।

খুলনা গেজেট/একরামুল হোসেন লিপু/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন