নড়াইলে ১১৭ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে বৃত্তির নগদ অর্থ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) বেলা ১১টায় জেলা কিন্ডার গার্টেন ঐক্য পরিষদের আয়োজনে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ ব্যারিস্টার মো. জিল্লুর রহমান। সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ মো. জাকির হোসেন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সেক্রেটারি মো. মনিরুল ইসলাম।
আফরা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা কিন্ডার গার্টেন ঐক্য পরিষদের সেক্রেটারি মো. আসলাম খান,বরাশুলা ক্যাডেট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম,মর্নিংসান স্কুলের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম,সিনথিয়া কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মো. আশরাফুজ্জামান,দি কম্পিউটার স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার চক্রবর্তী,আশার আলো কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক সুজন রায়।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৭ জন ট্যালেন্টপুলে এবং ৮০ জন সাধারণ গ্রেডে নির্বাচিত হন। সবাইকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
খুলনা গেজেট/এসএস