Edit Content
খুলনা, বাংলাদেশ
রবিবার । ৩১শে আগস্ট, ২০২৫ । ১৬ই ভাদ্র, ১৪৩২
Edit Content
তেরখাদায় ঘরে ঘরে জ্বর

শিশু- বয়স্ক সবাই আক্রান্ত, স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড়

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলায় বর্ষা মৌসুমে হঠাৎ করে ভাইরাসজনিত জ্বর এবং ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত এক মাসে উপজেলাজুড়ে ঘরে ঘরে কেউ না কেউ জ্বরে আক্রান্ত হচ্ছেন। একই সঙ্গে ডায়রিয়ায় ভুগছেন শিশুসহ নানা বয়সী মানুষ। ফলে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভিড় বেড়ে গেছে কয়েক গুণ।

প্রতিদিন সকাল থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে দেখা যাচ্ছে শত শত রোগীর ভিড়।অনেকে কোলে করে শিশুদের নিয়ে আসছেন, কারও মুখে মাস্ক, চোখেমুখে আতঙ্ক।

মাদ্রাসা পড়ুয়া আট বছরের শিশু আবিদ হাসান কয়েক দিন ধরে জ্বরে ভুগছে। তার মা আইরিন আক্তার বলেন, জ্বর কিছুতেই কমছে না। ওর অবস্থা দেখে ভয় লাগছে। তাই হাসপাতালে নিয়ে এসেছি।

স্থানীয়দের ভাষ্য, এমন কোনো পাড়া নেই যেখানে একাধিক ব্যক্তি জ্বরে আক্রান্ত হননি। কয়েকটি গ্রামে ডায়রিয়াও ছড়িয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. পার্থ প্রতিম দেবনাথ বলেন, প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ রোগী আসছেন। বেশির ভাগই ভাইরাস জ্বর ও ডায়রিয়া নিয়ে। জনবল সংকটের কারণে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

তিনি জানান, রোগীর তুলনায় চিকিৎসক ও নার্সের সংখ্যা কম। পাশাপাশি পর্যাপ্ত শয্যা না থাকায় অনেক রোগীকে বারান্দা বা করিডোরেই চিকিৎসা দিতে হচ্ছে।

চিকিৎসকেরা বলছেন, বর্ষাকালে এমন ভাইরাস ছড়িয়ে পড়া অস্বাভাবিক নয়, তবে এবার সংক্রমণ তুলনামূলক বেশি। তাঁদের পরামর্শ, জ্বর তিন দিনের বেশি স্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশা নিধনে ব্যবস্থা নেওয়ার পরামর্শও দিয়েছেন তাঁরা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সি-ভিটামিনসমৃদ্ধ মৌসুমি ফল— যেমন পেয়ারা, আনারস, লেবু ও আমড়া খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞেরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন