টিকটক তাদের প্ল্যাটফর্মে অভিভাবকদের জন্য বাড়তি নিয়ন্ত্রণের সুবিধা এনেছে। নতুন এই আপডেটের ফলে এখন থেকে সন্তান কী দেখছে, কী আপলোড করছে, এমনকি কার সঙ্গে যোগাযোগ করছে তা জানতে পারবেন অভিভাবকেরা। একইসঙ্গে কনটেন্ট নির্মাতাদের জন্যও আনা হয়েছে বেশ কিছু নতুন ফিচার।
‘ফ্যামিলি পেয়ারিং’-এ নতুন নিয়ন্ত্রণ সুবিধা
টিকটকের ‘ফ্যামিলি পেয়ারিং’ ফিচারটির মাধ্যমে অভিভাবকেরা সন্তানদের অ্যাকাউন্টের সঙ্গে নিজেদের অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন। এবার সেখানে যুক্ত হয়েছে আরও কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা। অভিভাবকেরা এখন সন্তানের জন্য নির্দিষ্ট কিছু অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারবেন। ব্লক করা অ্যাকাউন্টগুলো সন্তানের কনটেন্ট দেখতে পাবে না, যোগাযোগ করতেও পারবে না।
এছাড়া সন্তান যদি কোনো ভিডিও, ছবি বা স্টোরি পাবলিক করে আপলোড করে, তখন সঙ্গে সঙ্গে অভিভাবকদের নোটিফিকেশন যাবে। এতে সন্তানের সৃজনশীলতা ব্যাহত না করেই অভিভাবকরা সচেতন থাকতে পারবেন।
তরুণ ব্যবহারকারীদের প্রাইভেসি সেটিংসেও নজরদারি করতে পারবেন অভিভাবকেরা। ১৬ থেকে ১৭ বছর বয়সীদের কনটেন্ট ডাউনলোড চালু আছে কিনা কিংবা তাদের ফলোয়ার তালিকা উন্মুক্ত কিনা—সেটাও দেখতে পারবেন তারা।
নিরাপদ কনটেন্টের জন্য ‘ক্রিয়েটর কেয়ার মুড’
কনটেন্ট নির্মাতাদের জন্য চালু হয়েছে ‘ক্রিয়েটর কেয়ার মুড’। এই ফিচারটি আপত্তিকর, অশালীন বা আক্রমণাত্মক মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার করে দেবে। যেসব ব্যবহারকারীর মন্তব্য রিপোর্ট করা হয়েছে বা মুছে ফেলা হয়েছে, তাদের মন্তব্যও ব্লক হয়ে যাবে।
এছাড়া লাইভে নির্দিষ্ট শব্দ ব্লক করে দেওয়া যাবে, এবং কেউ সেই শব্দ ব্যবহার করলে তাকে নির্ধারিত সময়ের জন্য মিউট করা যাবে।
নতুন ইনবক্স, চ্যাটরুম ও কনটেন্ট চেক
টিকটক কনটেন্ট নির্মাতাদের জন্য আনছে ‘ক্রিয়েটর ইনবক্স’, যেখানে থাকবে ‘আনরিড’ ও ‘স্টার চিহ্ন’ ফোল্ডার। থাকছে দ্রুত উত্তর দেওয়ার জন্য কাস্টম রিপ্লাই ব্যবস্থাও।
‘ক্রিয়েটর চ্যাট রুম’ নামের আরেকটি নতুন ফিচারও চালু হচ্ছে, যেখানে কনটেন্ট নির্মাতা ও ফলোয়াররা সরাসরি চ্যাট করতে পারবেন। এই ফিচারটি ব্যবহার করতে হলে নির্মাতাকে কমপক্ষে ১০ হাজার ফলোয়ার থাকতে হবে, বয়স হতে হবে ১৮ বা তার বেশি।
সঙ্গে থাকছে ‘কনটেন্ট চেক লাইট’, যার মাধ্যমে পোস্ট করার আগে চেক করা যাবে যে কনটেন্টটি ‘ফর ইউ’ ফিডে দেখানোর উপযোগী কিনা। ভবিষ্যতে ‘কমিউনিটি গাইডলাইন্স’ অনুযায়ী কনটেন্ট যাচাই করারও সুযোগ মিলবে।
মানসিক স্বাস্থ্যের দিকেও নজর
টিকটক এবার ব্যবহারকারীদের ডিজিটাল অভ্যাস উন্নত করতে ‘ওয়েল বিয়িং মিশন’ চালু করেছে। এখানে থাকছে ছোট ছোট কুইজ ও ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাশ কার্ড। মিশন শেষ করলে মিলবে ব্যাজও।
এছাড়া টিকটকে আসছে নতুন ‘ওয়েল বিয়িং এক্সপেরিয়েন্স’—যেখানে থাকছে স্ক্রিন টাইম বিশ্লেষণ, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম ও প্রশান্তির অডিও ট্র্যাক।
সামগ্রিকভাবে, টিকটক বলছে তারা একটি নিরাপদ, ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ ডিজিটাল অভিজ্ঞতা গড়ে তোলার চেষ্টা করছে, যেখানে কিশোর-কিশোরীদের নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনি কনটেন্ট নির্মাতারাও পাবেন আরও সহায়ক টুলস।
খুলনা গেজেট/এসএস