Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ ২ ভুয়া পুলিশ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনা সদর থানাধীন গগন বাবু রোডের একটি বাসা থেকে ওয়াকিটকি, হ্যান্ডকাফসহ দুই ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ( ৩১ জুলাই) দুপুরে কেএমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তাররা হলেন- খুলনা জেলার বটিয়াঘাটা থানার নিজগ্রামের মো. ইকবাল হোসেন ছেলে শাহেদ হোসেন (৩৩) এবং চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার রায়পুরের মৃত: তৈয়ব আলীর ছেলে জনি চৌধুরী (৪১)। বর্তমানে শাহেদ হোসেন নগরীর গগন বাবু রোডের একটি বাসায় থাকেন। এদিকে জনি চৌধুরী খালিশপুরের ওয়্যারলেস ক্রস রোড নেভী গেট বসবাস করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহেদ হোসেন ও জনি চৌধুরী নামের দুই ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেন। তাদের কাছে ১টি ওয়াকিটকি এবং স্টেইনলেস স্টিলের তৈরি ১ জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা ওয়াকিটকি ও হ্যান্ডকাফ প্রদর্শন করে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে খুলনা শহরসহ আশপাশের এলাকার বিভিন্ন মানুষদের ভয়ভীতি এবং হুমকি প্রদর্শন করে অবৈধভাবে অর্থ আদায় করতো। তাদের বিরুদ্ধে খুলনা থানার মামলা নং-৩৬ দায়ের করা হয়ে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন