Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৩০শে জুলাই, ২০২৫ । ১৫ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
পাগলী হলো মা- বাপ হলোনা কেউ !

ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন মা

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় অচেনা অজানা পরিচয়হীন কুমারী পাগলী হলো মা। কোথা থেকে এসে কতদিন সে এই এলাকায় রয়েছে আছে সেটা অজানা। রাস্তার উপর ফুটফুটে ২কেজি ৬ গ্রাম ওজনের সন্তান ভূমিষ্ট হলো ডাক্তার কিংবা ধাত্রী ছাড়াই।

খুলনার পাইকগাছার পৌরসদরের প্রধান সড়েকের পাশে একটি দোকানের সিড়ির উপর সন্তান প্রসব করেছে মানসিক ভারসাম্যহীন (পাগলী) এক মা। সে মা হয়েছে কিন্তু বাপ হয়নি কেউ।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে এ সন্তান ভূমিষ্ট হয়। উপজেলার প্রাণী সম্পদ অফিসের সামনে পৌরসভার ৫ নং ওয়ার্ডে প্রধান সড়কের পাশে এস এম সাউন্ড- এর দোকানের সিড়ির উপর সন্তানটি ভূমিষ্ট হয়। এ সময় তার পাশে কেউ ছিলো না। তবে সন্তান ভূমিষ্টকালে পাগলির চিৎকার ও ছটফটানি দেখে কাছে যায় দোকান্দার লাবু। এ সময় পথচারী উপজেলার ২নং কপিলমুনি ইউপির শ্যামনগর গ্রামের মানবিক পল্লী চিকিৎসক আব্দুল হালিম সানা সদ্য ভূমিষ্ট কন্যা শিশু ও পাগলী মাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবার ব্যবস্থা করেন। তবে হাসপাতালের বেডে মা ও সন্তানকে এক জায়গায় রাখলে সে শিশুটিকে চেপে চেপে ধরার চেষ্টা করলে হাসপাতাল কর্তৃপক্ষ মা ও শিশুকে আলাদা জায়গায় রাখছেন।

এদিকে পিতৃ পরিচয়হীন এই শিশু ও মানসিক ভারসাম্যহীন (পাগলী) মায়ের পাশে দাড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় উপজেলা ব্যাপী প্রশংসায় ভাসছেন পল্লী চিকিৎসক আব্দুল হালিম সানা।

হাসপাতালের চিকিৎসক শাকিলা আফরোজ বলেন, মা ও শিশু সুস্থ আছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস বলেন, বিষয়টি শুনেছি হাসপাতালে যেয়ে দেখে শুনে কি করা যায় ইউএনও স্যারের সাথে পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, সবাই মিলে চেষ্টা করুন তার পরিচয়টা জানা যায় কিনা। আর সেটা সম্ভব না হলে সরকারীভাবে যা যা করা যায় তার জন্য সমাজসেবা অফিসারকে ব্যবস্থা নিতে বলেছি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন